সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে বেপরোয়া মাদক কারবারিরা
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাটে ৩৭ বোতল ভারতীয় মদসহ শাহজাহান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার গাজিপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের সুন্দর আলীর পুত্র।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জারুলিয়া জনৈক ফরিদ মিয়ার বাড়ির নিকট ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে জারুলিয়া কয়েকজন মাদক কারবারি বস্তাভর্তি ভারতীয় তেইশ বোতল MAGIC MOMENTS VODKA ও চৌদ্দ বোতল ROYAL STAG DELUXE WHISKY মদ নিয়ে পাচারের অপেক্ষায় ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে গেলেও ৩৭ বোতল ভারতীয় মদসহ পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করে ।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে। সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুনারুঘাট সীমান্তে মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিন আসছে নতুন নতুন চালান। নির্বাচনের কারণে মাদক সেবীদের কাছে মাদকের চাহিদা বেড়ে যাওয়ায় মাদক কারবারিরা বড় বড় মাদকের চালান আনছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় এ সুযোগে মাদক কারবারিরা সরব হয়ে উঠেছে। তবে মাঝে মধ্যে দু-একটি চালান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরাও পড়ছে।