হাওরবাসী আমার প্রাণের স্পন্দন : রনজিত সরকার
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
আমি হাওরপাড়ের সন্তান, হাওরবাসী আমার প্রাণের স্পন্দন। প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে টিকে থাকা চিরসংগ্রামী হাওরবাসী আমার অহংকার জানিয়ে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয় হাওরবেষ্টিত এলাকার উন্নয়নে আন্তরিক।
সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে আওয়ামীলীগ সরকার বদ্ধপরিকর। তাই উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিয়েছেন প্রধানমন্ত্রী।
আমাদের হাওরাঞ্চলে প্রতি বছরই প্রাকৃতিক দূর্যোগে ব্যাপকভাবে সম্পদ ক্ষতিগ্রস্ত হয় জানিয়ে নৌকার মাঝি রনজিত সরকার বলেন- হাওরাঞ্চলের টেকসই উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনা করে কাজ করা অত্যাবশ্যক।
শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থায় হাওরাঞ্চলের মানুষজন এখনও অনেক পিছিযে রয়েছেন। পরিকল্পিতভাবে ফসলরক্ষা, হাওর বাঁধ নির্মাণ, সাবমার্সেবল রাস্তা তৈরি, নদীখনন এই বিষয়গুলো আমাদের হাওর এলাকার জন্য অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার। এগুলো জনগণেরও দাবী। আমিও এতে একমত পোষণ করি।
নির্বাচনী প্রতিশ্রুতির সফল বাস্তবায়নে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আগামীর এই সাংসদ। শনিবার (২৩ ডিসেম্বর) দিনভর জামালগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে পথসভায় মিলিত হন তিনি। এসময় উপস্থিতি ছিলেন – জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জেলা পরিষদ সদস্য দিপক তালুকদার, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আশরাফ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালিকসহ দলীয় অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মীবৃন্দ।