সিলেটে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ল ট্রাক, অত:পর…
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
কোম্পানীগঞ্জে সেতুর রেলিং ভেঙে শুকিয়ে যাওয়া একটি খালে পড়েছে ট্রাক। এতে ট্রাক ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের বর্ণি কান্দিবাড়ীসংলগ্ন সেতুতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ট্রাকচালক বকুল (৩৮) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, ভোলাগঞ্জগামী ট্রাকটি ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তবে ট্রাকটি খালি ছিল। দুর্ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। হেলপার সামান্য আহত হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।