ছাতকে ভূষিমালের দোকানে হামলা, ভাংচুর-লুটপাট
ছাতক প্রতিনিধি
ছাতকে জাউয়া বাজার এলাকায় চরমহল্লা টেটিয়াচর বাজারে ‘মোস্তফা এন্ড ব্রাদার্স’ নামে একটি ভুষিমালের দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ৮ ডিসেম্বর রাতে ছাত্র শিবির নেতা মস্তফা আহমদের পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান এ হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মস্তফার মাতা শাহানারা বেগম জানান, দুর্বৃত্তরা গভীর রাতে তালা ভেঙ্গে দোকানের ভেতর ঢুকে। ক্যাশ থেকে নগদ ১ লক্ষ ২২ হাজার টাকা নিয়ে যায়। এ সময় দোকান থেকে সাড়ে ৯ লক্ষ টাকার মালামাল লুট করে ও পুরো দোকান ভাংচুর করে দুর্বৃত্তরা।
শাহানারা বেগম বলেন, আমার বড় ছেলে শিবির নেতা মস্তফা লেখাপড়ার উদ্দেশ্যে লন্ডনে অবস্থান করছে। তার লেখাপড়ার যাবতীয় খরচ এই ব্যবসা থেকে দিয়ে আসছি। সম্প্রতি ফেইসবুকে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে মস্তফার স্ট্যাটাসের জের ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার দোকান লুট করে। আমাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করতেই দোকানে লুট করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এখন আমার সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মাঝে রয়েছি। এখন মস্তফার লেখাপড়া চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। দেশে থাকা আমার সন্তানের লেখাপড়াও বন্ধের পথে।