মাধবপুরে নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময়
নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেবী চন্দ। এ সভায় প্রধান অতিথি দেবী চন্দ উপজেলার সর্বস্তরের জনগণের সাথে সাংবিধানিক ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের লক্ষ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম- সেবা, উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, পৌর আওয়ামী লীগের সেক্রেটারী শ্রীধাম দাশ গুপ্ত,ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারী মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দীন লস্কর, ত্রিপুরারী দেবনাথ তিপু সহ সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য, সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিপি এম- সেবা অনুষ্ঠানে নির্বাচনকালীন বিভিন্ন আচরণবিধি, ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করেন। এ সময় নির্বাচনকালীন সময়ে আইনশৃংখলা রক্ষায় সকলকে সহযোগিতার আহবান জানান।