সিলেট বিভাগে ১০ স্বতন্ত্র প্রার্থীর চাপে নৌকা
দৈনিকসিলেট ডটকম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো সিলেটেও শুরু হয়েছে ব্যাপক প্রচার। বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সিলেট বিভাগে আওয়ামী লীগ প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থীরা। সিলেট বিভাগে অন্তত ১০টি আসনে স্বতন্ত্রদের চাপে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ) আসনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিএমএ’র সভাপতি ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। তিন উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। জাতীয় পার্টির প্রার্থী থাকলেও এখানে আওয়ামী লীগ প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী ডা. দুলালের।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবীর ও ফুলতলী পীরের ছেলে হুছাম উদ্দীন চৌধুরী। ত্রিমুখী লড়াইয়ে চাপে আছেন নৌকার প্রার্থী মাসুক উদ্দীন।
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ আসনে নাহিদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন। তার সাথে আওয়ামী লীগের বড় একটি অংশ কাজ করছে। এ ছাড়া তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরীও প্রার্থী হয়েছেন।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত চন্দ্র সরকার। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামিমসহ তিন উপজেলায় পদধারী নেতারা রতনের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল আমিন চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের সহধর্মিণী জয়াসেন গুপ্তা। এ আসনে সুরঞ্জিত সেন গুপ্তের হাতে গড়া নেতাকর্মীরা প্রকাশ্যে জয়া সেন গুপ্তার পক্ষে কাজ কাজ করছেন।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামিম আহমদ চৌধুরী। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। শামিম-মানিক এখানে পুরোনো দ্বন্দ্ব। এবার প্রকাশ্যে দুই বলয় বিভক্ত।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগ প্রার্থী ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন। জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ায় মহাজোটের হয়ে এখানে নির্বাচন করছেন মোহাম্মদ আব্দুল মুমিন চেীধুরী। এ আসনে শক্ত অবস্থানে আছেন সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
হবিগঞ্জ-২ (আজমিরিগঞ্জ-বানিয়াচং) আসনে আওয়ামী লীগ প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। আওয়ামী লীগ প্রার্থী বয়সে তরুণ এবং এলাকায় কম পরিচিতি থাকায় মজিদ আবারও সুযোগ নিতে পারেন।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এলাকার তরুণ ভোটাররা এবার সুমনের পক্ষে কাজ করছেন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম সফি আহমদ সলমান। এ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এমএম শাহিন।