চুনারুঘাট সীমান্তে ১৭ কেজি গাঁজা উদ্ধার
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকা থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়। এঘটনায় মাদক কারবারি ভুদেশ্বর মালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ভুদেশ্বর উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটবিল এলাকার মৃত বানেশ্বর মালের পুত্র।
এ তথ্য নিশ্চিত করে ওসি হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য আমু চা বাগানের ১২ নম্বর সেক্টরের দিকে অবস্থা করছে মাদক কারবারি ভুদেশ্বর সহ তার লোকজন । এমন তথ্যের ভিত্তিতে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে থানার উপপরিদর্শক এসআই খোরশেদ ও সহকারী উপপরিদর্শক সুমন মিয়া সহ একদল পুলিশ আমু চা বাগানের ১২ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালান ।এসময় পুলিশের উপস্থিতির টের পেয়ে ভুদেশ্বর মাল গাঁজার বস্তা পালিয়ে সু-কৌশলে পালিয়ে যায়। পরে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
ওসি বলেন, পলাতক আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।