তাহিরপুরে সীমান্ত ও হাওর পাড়ে কেটলির প্রচারনা

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জ ১ আসনের তাহিরপুর উপজেলার সীমান্ত ও হাওর পাড়ে কেটলির প্রচারনা ব্যস্থ সময় পার করেছেন স্বতন্ত্র প্রার্থীর(কেটলি মার্কা) তিনবারের এমপি,বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে নেতা কর্মীরা।
সোমবার দিনভর উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন সীমান্ত হাওর পাড়ে গ্রাম গুলোতে সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সদস্য ও বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইনের নেতৃত্বে কেটলি মার্কার প্রচার প্রচারণা চালিয়েছেন তিনি।
তিনি উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে তিনবারের এমপি,বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে আবারও কেটলি মার্কার ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহবান জানান।
এসময় উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,আ,লীগ নেতা মিলন তালুকদার, বালিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন,উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মতিউর রহমান মতি,উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংঘটনের নেতাকর্মী ও সমর্থকগন। পরে পথ সভার বক্তব্য রাখেন নেতাকর্মীরা।