বিবেক খাটিয়ে ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিন: স্বতন্ত্র প্রার্থী সেলিম
তাহিরপুর প্রতিনিধি
নতুন ভোটার সহ সর্বস্তরের জনগণকে ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন সুনামগঞ্জ ১আসনে (তাহিরপুর, জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) নির্বাচনী আসনের ঈগল পাখি মার্কায় স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমেদ।
প্রতীক বরাদ্দের পর থেকে তার নতুন ভোটার ও বিশাল তরুনকর্মী বাহিনী আওয়ামিলীগ, যুবলীগ সহ অংঙ্গ সংঘটনের নেতাকর্মী ও সমর্থকরা নির্বাচনী এলাকার উপজেলা থেকে হাওর পাড়ের প্রতন্ত্য গ্রামে নির্বাচনী অফিস করে প্রচার প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি সেলিম আহমেদ নিজেও দিনরাত ব্যাস্থ সময় পার করছে। প্রচার প্রচারণা অন্যান্য প্রার্থীদের চেয়েও ব্যতিক্রমী পথ অবলম্বন করায় ব্যাপক সারা ফেলেছেন তিনি।
দিন রাত পথ সভায় তার বক্তব্য কারো কথায় নয় বিবেক খাটিয়ে বুঝে দেখে শুনে ভবিষ্যতের চিন্তা মাথা রেখে যোগ্য প্রার্থীকে ভোট দিন। যাকে দিয়ে এলাকা ও আপনাদের উন্নয়ন হবে আর বঞ্চিত হবেন না। দ্বাদশ সংসদ সদস্য নির্বাচনে ঈগল পাখি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমেদ তার প্রচার প্রচারণা বক্তব্য তিনি জানান,আমি দীর্ঘদিন ধরে আপনার বিপদে আপদে পাশে আছি। আমার কোনো পিছুটান নেই। উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। তিনি আরও বলেন,আমি আমার নির্বাচনী এলাকার মানুষের সুখে দুখে বিপদে আপদে সব সময় পাশে থেকেছি। সবাই মিলে আমাকে ৭ জানুয়ারী নির্বাচিত করুন আমি আগামী ৫ বছরের জন্য আপনদের জন্য কাজ করব। আমার নির্বাচনী এলাকার প্রতিটি ভোটারের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে নিয়ে ঐক্য বদ্ধ ভাবে হাওরাঞ্চলের যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,শিক্ষা,স্বাস্থ্য,তথ্য ও প্রযুক্তি বিকাশে কাজ,সামাজিক,যোগাযোগ নিয়ে কাজ করব।
আমি বিশ্বাস করি আমি আমার কাজের মূল্যায়ন হিসাবে আপনাদের মূল্যবান ভোট দিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলা আর শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করব আপনার সবাইকে নিয়ে। এসময় বিভিন্ন উপজেলার আওয়ামিলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গ সংঘটনের নেতকর্মী,সমর্থক,নতুন ভোটারগন উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলা নির্বাচন কমিশন কার্য্যালয় সুত্রে জানাযায়,জেলার ১২টি উপজেলার মোট ভোটার সংখ্যা ১৬৪৭৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮২৩২৬২ ও নারী ভোটার ৮২৪৩০৪জন। ভোট কেন্দ্র ৬৮৬ ও কক্ষ ৩২৯১টি।
এর মধ্যে সুনামগঞ্জ ১আসনে (তাহিরপুর,জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) ৩৯৯৫১২ এর মধ্যে পুরুষ ১৯৯৭৯১ ও মহিলা ১৯৯৭২১ জন। ভোট কেন্দ্র ১৫০টি। তাহিরপুরে ভোটার ১৩০৪৬৩ এর মধ্যে পুরুষ ৬৫৫২২ ও নারী ৬৪৯৬১জন,ধর্মপাশা ও মধ্যনগর ভোটার ১৫৬৪৭৭ এর মধ্যে পুরুষ ৭৭৮৪৫ ও নারী ৭৮৬৩২ ও জামালগঞ্জে ১১২৫৭২ভোটার এর মধ্যে পুরুষ ৫৬৪২৪ ও নারী ৫৬১৪৮ জন।