উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন: ইমরান আহমদ
জৈন্তাপুর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি জনগণকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অনেক উন্নয়ন সাধিত হয়েছে। আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের সংগঠন। মহান স্বাধীনতা সংগ্রাম সহ বাংলাদেশের মানুষের সকল মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। তিনি আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত ভোট উৎসবে মহান স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় পক্ষে ভোট দিয়ে তাকে পুনরায় এমপি নিবার্চিত করার আহবান জানান।
সোমবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া হাজী মোস্তাক আহমদ চৌধুরী’র বাড়িতে উঠান বৈঠক, দরবস্ত উত্তর মহাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিজপাট সারীঘাট উত্তারপার, চিকনাগুল ইউনিয়ন ও বাঘের সড়ক এলাকায় তিনি গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহন করেন।
এসব সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ,সহ-সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুর রাজ্জাক রাজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন, শাহিনুর রহমান, আমিন আহমদ, রুবেল শরিফ, শাহিন আহমদ, বুরহান আহমদ প্রমুখ।
ইমরান আহমদ এমপি’র সমর্থনে ও নৌকা মার্কার এসব নিবার্চনী পথ সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।