দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
নৌকার পালে ঈগলের চুখ : বিরামহীন প্রচারনায় দিন পার
সরওয়ার হোসেনের মিসবাহ উদ্দিন,বিয়ানীবাজার
আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের আমেজ সিলেট -৬ আসনে জমেঊঠেছে,দিন সময় গনিয়ে আসার সাথে সাথে সবত্র চলছে আলোচনা, নৌকার পালে ঈগলের চোখ রাঙ্গানো অনেকটা আলোচনায় পরিনত হয়েছে এই আসনটিতে,৭ই জানুয়ারী সেই অপেক্ষায় দিন রাত প্রচারনায় ব্যস্ত কর্মী সমর্থকরা, বাড়ি বাড়ি চলছে প্রচার পত্র বিতরন ভোট চাওয়া, এমন কি পথ-সভা সমাবেশ, দীর্ঘদিন থেকে এই আসনে অবেহেলিত, নেতা কর্মীদের কে সাথে নিয়ে ছূটছেন, বিয়ানীবাজার এর সন্তান, কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন প্রকাশক সম্পাদক, সরওয়ার হোসেন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ।
এ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে লড়বেন ৬ জন প্রার্থী। তাদের মধ্যে চারজন প্রার্থীর প্রচার-প্রচারণা চোখে পড়লেও বাকি ২ প্রার্থীর নামই জানেন না ভোটাররা। তবে আলোচনায় রয়েছে সবত্র ঈগল প্রতিক, নতুন ভোটার পরিবর্তনের দাবী জানিয়ে বলেন, আমরা চাই এই আসনে পরিবর্তন আসুক,নতুন মুখ আমরা চাই, মাঠে কার অবস্থান শক্তিশালী জানতে চাইলে প্রবিন মুরব্বি আবুল কালাম বলেন৷ এইবার নৌকার পালে ঈগলের চুখ, যে কোন সময় টার্গেট করে পাল ফুট করতে পারে ঈগল, এ দিকে।বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামের বাসিন্দা শাওন বলেন, দেখতেই তো পাচ্ছেন চারিদিকে শুধু নৌকা, ঈগলের প্রতীক লাগানো। এ দুই প্রার্থীর লোকজন এসে ভোট চাচ্ছেন। মিছিল মিটিং করছেন।
অন্য প্রার্থীদের প্রচার-প্রচারণাও নেই, তাদেরকে চিনিও না। একই ওয়ার্ডের ভোটার ও ঈগল মার্কার কট্রর সমর্থক মাহমুদ সামী কামাল বলেন, প্রচারণায় ঈগলের চেয়ে নৌকা অনেক পিছিয়ে। এবার ঈগল জিতবে। আওয়ামীলীগের লোকজন পরিবর্তন চায়। তারা পরিবর্তনের অংশ হিসেবে ঈগল প্রতীকে ভোট দিবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় আছেন নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ, স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন, জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন ও তৃণমূল বিএনপির শমসের মুবিন চৌধুরী। সিলেট-৬ আসনের অন্তর্গত দুই উপজেলা বিয়ানীবাজার-গোলাপগঞ্জে তাদের প্রচারণা চোখে পড়েছে। দুপুরের পর থেকে মাইকযোগে তাদের কর্মী সমর্থকদের গান পরিবেশন, পথসভা, পোস্টার-লিফলেট বিতরণ বেশ জমজমাট হয়ে ওঠে। শনিবার (২৪ ডিসেম্বর) এই আসনের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ও ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বিএনপি ভোটে না আসার আক্ষেপও আছে ভোটারদের মাঝে। তবে নিরাশ হচ্ছেন না সরওয়ার হোসেন যে যায়গায় যাচ্ছে সেখানেই মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন, এই ভালোবাসার ঋণ শেষ হবে না জানিয়ে , সরওয়ার হোসেন বলেন, আমি শুধু বিজয়ের অপেক্ষায় আছি। মানুষ আমায় ভোট দিতে যে উৎসাহ-উদ্দীপনা দেখাচ্ছে তা কল্পনাও করিনি। মানুষের ভালবাসারা এসব ঋণ সংসদে গিয়ে আমি পরিশোধ করতে চাই। সকলের মনের কথা বিগত দিন যেভাবে পাশে থেকে শুনেছি আগামী দিনেও আমি সেভাবে সবার পাশে থেকে শুনতে চাই। তিনি আরো বলেন, আমার কাছে যেতে হলে কোন খলিফার প্রয়োজন নাই। আমি আপনাদের এমপি হলে আপনাদের মাঝে সবসময় থাকবো। বিপদে সবার আগে এগিয়ে আসবো। জনপ্রতিনিধি না হয়েও বিগত দিন যেভাবে আপনার পাশে ছিলাম আগামীতেও সেভাবে আপনাদের পাশে থাকতে চাই।