বিএনপির সহিংসতার খবর ইইউ বিশেষজ্ঞ দলকে জানিয়েছি : কাদের

দৈনিকসিলেটডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই সদস্য বিশিষ্ট ইইউ দলের নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্ন। আর আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে কাদের বলেন, ইইউ দল বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে।
বিএনপির নির্বাচন পণ্ডের সহিংসতা নিয়ে তাদের বলেছি। বিএনপি শান্তিপূর্ণ নির্বাচনের জবাব দিচ্ছে সহিংসতা করে।
কী নিয়ে আলোচনা হয়েছে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, নির্বাচনবিরোধীদের অবস্থান ও স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আমাদের উত্তরে তারা পজিটিভ।
আমাদের কথাই তারা বেশি শুনেছেন।’
ওবায়দুল কাদের আরো বলেন, ভয়ভীতি আছে, তারপরও বলছি ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।
এ সময় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা করায় সদস্যপদ বহিষ্কার ও স্থগিতাদেশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলীয় যেকেউ স্বতন্ত প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন চালাতে পারেন। এখানে দোষের কিছু নেই।
সে সুযোগ তাদের দেওয়া হয়েছে। কাউকে বহিষ্কার বা সদস্যপদ স্থগিত করার অধিকার জেলা-উপজেলা কমিটির নেই। তারা শুধু কেন্দ্রে সুপারিশ পাঠাতে পারে।