নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়: রনজিত সরকার
দৈনিকসিলেটডটকম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রনজিত সরকার বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। নৌকায় ভোট দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। এই সংগঠন যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণ হয়। মানুষ খেয়েপরে ভালো থাকে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। নৌকা মার্কায় ভোট দিলেই এ দেশের উন্নতি হয় সেটা এখন প্রমানিত ।
তিনি মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী মধ্যনগর উপজেলায় মধ্যনগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জাগদীর, সিলেট জেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল ইসলাম, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সহ সভাপতি আব্দুর জব্বার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চামারধানী ইউপি চেয়ারম্যান আলমগীর খছরু, সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু , সাবেক চেয়ারম্যান প্রবির বিজয় তালুকদার, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান সাঈদুর রহমান, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান আজিম, চামারদানী ইউপি সাবেক চেয়ারম্যান প্রবাকর তালুকদার পান্না, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন তালুকদার, তনুজ কান্তি দে, প্রচার সম্পাদক গোপাল সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রিপন সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম সোহাগ, শিক্ষক মোহাম্মদ আলী, আ:লীগ নেতা জামাল উদ্দিন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন তালুকদার, মধ্যনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আলভী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম রেজা, জহির প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।