সিলেটে ১১৫ জনের মুখে হাসি
দৈনিকসিলেটডেস্ক
সিলেট শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়।
সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ফলাফলে ১১৫ জনের মুখে হাসি ফুটেছে। এর মধ্যে অকৃতকার্য থেকে পাস করেছেন ৩২ জন। আর ‘গোল্ডেন জিপিএ-৫’ পেয়ে ফলাফল ভালো হয়েছে ২২ জনের। বাকি ৬১ জনের বিভিন্ন গ্রেড থেকে পয়েন্ট বেড়ে ফলাফল আরও ভালো হয়েছে।
জানা গেছে, দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাচ্ছে। একটি হলো- এসএমএসের মাধ্যমে। অন্যটি সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ঢুকে।
প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়- পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।
অন্যদিকে, শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করেছে।