জাফলংয়ে বিট পুলিশ সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত
গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট সার্কেলের জ্যোষ্ঠ সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. সাহিদুর রহমান বলেছেন, সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপাত্তা নিশ্চিতকল্পের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে আইনশৃঙ্খলার ভূমিকা অনন্য। আমাদের আইজিপি মহোদয়ের নির্দেশে দেশের প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সেবা কার্যক্রম চলমান রয়েছে। তাই প্রতিটি ইউনিয়নের নাগরিক যাতে পুলিশিং সেবা গ্রহণ করতে পারে আমরা সেই লক্ষে কাজ করছি।
তিনি বলেন, সকল প্রকার অপরাধ প্রবনতা নির্মূলে এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে বাংলাদেশ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। তিনি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বল্লাঘাট পিকনিক সেন্টারে গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগ আয়োজিত বিট পুলিশিং সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিট পুলিশিং সভায় থানার এসআই মো. এমরুল কবিরের পরিচালনায় সভাপতির বক্তব্যে থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান বলেন, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে পুলিশের সেবাকে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে পুলিশের সেবাকে আরও গতিশীল করতে হবে। এজন্য সকল প্রকার অপরাধ প্রবনতা দূরীকরণে সচেতনতার বিকল্প নেই। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। পুলিশকে সব সময় তথ্য দিয়ে সহায়তা করুন। মানুষের জান-মাল নিরাপত্তায় পুলিশ কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বলেন, দালাল ধরে কখনো থানায় আসার চেষ্টা করবেন না। এটি দালালমুক্ত থানা। এছাড়াও গোয়াইনঘাট থানায় জিডি করতে কোন টাকা লাগেনা। আপনাদের যেকোন কাজে থানায় আসুন। আমরা আন্তরিকতার সাথে আপনাদের সেবা দিয়ে যাবো। পাশাপাশি তিনি জনগণকে নিজ এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি, বাল্যবিয়ে, যৌতুকসহ অন্যান্য সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন, জাফলং-বল্লাঘাট পাথর উত্তোলন সমবায় সমিতির সভাপতি মো. সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক মো. ফুল মিয়া, মাইটিভির গোয়াইনঘাট প্রতিনিধি মো. হুমায়ুন আহমদ, জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হোসেন মিয়া, ইউপি সদস্য ইব্রাহিম মিয়া, ওমর ফারুক, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি মো. রুবেল আহমদ, লাখেরপাড় সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মো. রফিকুল ইসলাম, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সদস্য ফখরুল ইসলাম প্রমুখ।