শ্রীমঙ্গলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
দৈনিকসিলেটডটকম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজারের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি দোকানকে জরিমানা করা হয়েছে। ৩টি দোকানকে মোট ১০ হাজার টাকার জরিমানা করে তা আদায় করেছে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তর।
বুধবার (২৭ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলার স্টেশন রোড, নতুনবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ও রেস্টুরেন্টে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়কে সহায়তা করে শ্রীমঙ্গল থানার পুলিশের একটি আভিযানিক দল।
ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, অতিরিক্ত দামে মাংস বিক্রয় করা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গায়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এসব দোকানকে জরিমানা করা হয়েছে।
জরিমানার দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল- স্টেশন রোডের ভাই ভাই হোটেল (৩ হাজার টাকা), সিরাজ স্টোর (৫ হাজার টাকা), এবং নতুন বাজারে অবস্থিত লায়েক মাংস বিতান (২ হাজার টাকা)।