সুনামগঞ্জে সৌহার্দ্য ডি.আর.আর অ্যাক্টিভিটি’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
সুনামগঞ্জে সৌহার্দ্য ডি.আর.আর অ্যাক্টিভিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। “ঢাকা আহ্ছানিয়া মিশন” এর বাস্তবায়নে উক্ত প্রকল্পের অবহিতকরণ সভা চলে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের সার্কিট হাউজের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অবহিতকরণ সভায় প্রধান অতিথি মহোদয় সরকারি দপ্তর থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন জলবায়ু তথ্য ও আর্লি ওয়ার্নিং জানা মানুষের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের দায়িত্ব কিভাবে এই তথ্য গণমানুষের কাছে পৌঁছানো যায়। তিনি ডি আরআর প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে জলবায়ু তথ্য ও আর্লি ওয়ার্নিং বিষয়ে কার্যক্রম রাখার জন্য পরামর্শ দেন।
সভায় কেয়ার বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর পলাশ মন্ডল উক্ত প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সৌহার্দ্য প্লাস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ছানোয়ার হোসেন খান পাঠান ও কেয়ার বাংলাদেশ এর পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন এর উপদেষ্টা মো. আনজর আলম অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
উল্লেখ্য, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “ঢাকা আহ্ছানিয়া মিশন” ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত মানুষের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র দূরীকরণ এবং আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।