চুনারুঘাট সীমান্তে গাঁজাসহ যুবক গ্রে প্তা র
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
জেলার চুনারুঘাট উপজেলায় আমু চা বাগানের সাওতাল লাইনের সন্তোষ ঝড়া বাড়ির সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ শীতেস শুক্ল বৈদ্য (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) বিকেলে গ্রেপ্তার ওই যুবককে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। শীতেস শুক্ল বৈদ্য আহম্মদাবাদ ইউনিয়নের চিমটবিল এলাকার অশনী শুক্ল বৈদ্য। এরআগে, বুধবার (২৮ ডিসেম্বর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আমু চা বাগানের সাওতাল লাইনের সন্তোষ ঝড়া বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়। ওসি জানান, শীতেস শুক্ল বৈদ্য ভারত সীমান্ত থেকে গাঁজা সংগ্রহ করে চুনারুঘাট সহ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।