মেয়র পত্নী হলি চৌধুরীর উদ্যগে নগরীতে শীতবস্ত্র বিতরণ
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট সিলেট কপোরেশন এর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিণী হলি চৌধুরীর উদ্যগে সিলেট নগরীর লন্ডনী রোড এলাকার দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়। বৃহস্পতিবার ( ২৮)ডিসেম্বর বিকালে অগ্রনী তরুন সংঘের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম মিশুর বাসবভনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পত্নী হলি চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, অগ্রনী তরুন সংঘের সাভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম মিশু, অগ্রনী তরুণ সংঘের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার, আবু জাবের, আবুল কাশেম প্রমুখ।
শীতবস্ত্র বিতরন পূর্বে বক্তব্যে হলি চৌধুরী বলেন, আমি সিটি নির্বাচনের পূর্বে আপনাদের কাছে এসেছিলাম আমার স্বামীর জন্য ভোট চাইতে।আপনারা আমার কথা রেখেছেন।আপনারা আমার স্বামীকে বিপুল ভোটে মেয়র নিবার্চিত করে এই মহানগরীর সেবা করার সুযোগ করে দিয়েছেন।এবার আমি আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে আপনাদের কাছে এসেছি।আমা আশা রাখি আপনারা যেভাবে অতীতে আমাদের পাশে ছিলেন ভবিষ্যতে ও আমাদের পাশে থাকবেন।