মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা
দৈনিকসিলেটডটকম
মাদক, জঙ্গীবাদ, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেট নগরীর মুরাদপুর পয়েন্টে সিলেট মেট্রোপালিটন পুলিশ শাহপরাণ (রহ:) থানার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএমপির শাহপরান (রহ:) এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার শাহজাহান ভূঁইয়া। তিনি মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে সকলের বক্তব্য শুনে তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান ।
এস আই মো. মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিসিকের ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাজমুল ইসলাম, সাংবাদিক সুমন আহমদ, আওয়ামী লীগ নেতা শওকত মিয়া, আওয়ামী লীগ নেতা আজমল আলী নেফুর, সিসিকের ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উমর আলী, সহ সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাজু মিয়া, যুগ্ম আহবায়ক শাহেদ আহমদ, এস আই আশীষ, যুব সংগঠক ইউনুছ আহমদ, আব্দুল আহাদ সুমন, ৩১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া, সিলেট শ্রমিক নেতা লিটন আহমদ, ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ, রিপন আহমদ, কামরান আহমদ, আব্দুস সালাম, মো. জামিল আহমদ প্রমুখ।
এসময় এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।