পাগলা বাজারে তমা ভেরাইটিজ ষ্টোর থেকে বিদেশী পিস্তল সহ বিষন দেব গ্রেফতার
সুনামগঞ্জ প্রতিনিধি
গতকাল সোমবার গোপন সংবাদের ভিক্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানার একটি বিশেষ টিম পাগলা বাজারের দেবপাড়া মোরে তমা ভেরাইটিজ ষ্টোরে ব্যাপক তল্লাশি চালায়। তল্লাশি করে দোকানের ভেতরে (একটি) বিদেশী পিস্তল (মেইড ইন চায়না) উদ্ধার করে।
এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন রশীদ চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান আমাদের কাছে তথ্য ছিল তমা ভেরাইটিজ ষ্টোরের মালিক বিষন দেব দীর্ঘ দিন থেকে অস্ত্রের ব্যবসা করে আসছে। কিন্তু এতদিন যথেষ্ট প্রমাণ না থাকায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারিনি। যে কারণে আমরা তাকে কড়া নজরদারিতে রেখে ছিলাম,তাকে সার্বক্ষনিক নজরদারিতে রাখার জন্য নিজস্ব সোর্স নিযুক্ত করি। তার তথ্য অনুযায়ী আমাদের একটি বিশেষ টিম তল্লাশি করে একটি বিদেশি পিস্তল সহ বিষন দেবকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান যে, আমাদের বিশেষ টিমের প্রধান এস,আই আমিরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে তাকে প্রদান আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আরও জিজ্ঞাসা বাদ করে তাকে কোর্টে প্রেরণ করা হবে। বাজার কমিটির সভাপতির সাথে কথা বললে তিনি জানান শুনেছি তাকে দোকান থেকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে তবে তা কতটুকু সত্য তা আমি জানিনা।