সিলেটে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-পটকা ওড়ালেই ব্যবস্থা
দৈনিকসিলেট ডটকম
থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সিলেট নগরীতে সকল প্রকারের পটকা, আতশবাজি নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন- ৩১শে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত ৫ই ডিসেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জেলার জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের লক্ষ্যে ওই দিন ৩১শে ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১লা জানুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত সকল প্রকারে আতশবাজি, পটকা ও আগুন দিয়ে ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, থার্টি ফার্স্ট উপলক্ষে বিগত কয়েকবছর যাবৎ ইংরেজি বর্ষবরণ অনুষ্ঠান পালনের সময় আতশবাজি ও পটকার কারণে ভয়াবহ শব্দ দূষণের পাশাপাশি পাড়া মহল্লায় আতঙ্ক বিরাজ করে। এ ছাড়াও আগুন দিয়ে রঙিন ফানুস ওড়ানোর ঘটনায় দেশের বেশ কয়েকটি স্থানে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছিলো।