প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচারে সাংবাদিক রাজুর গান এখন নেট দুনিয়ায়
সুনামগঞ্জ প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারে যুক্ত হলো সাংবাদিক গীতিকার রাজু আহমেদ রমজানের গান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশের চিত্র উঠে এসেছে এ গানের প্রতিটি পরতে। “অভাবগ্রস্ত বাংলাদেশটা রোল মডেল হইয়া গেছে শেখ হাসিনা উন্নয়ন করছেন, হবে স্মার্ট বাংলা বঙ্গবন্ধুর সোনার বাংলা”। এমন শিরোনামে গানে দেশের অভূতপূর্ব উন্নয়ন তুলে ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চেষ্টা অব্যাহত রেখেছেন গানে তা ফুটে উঠেছে। রবিবার (৩১ ডিসেম্বর) বেলা চাীটায় গানটি Raju Ahmed Romjan ফেইসবুক পেইজে আপলোড করা হয়েছে। দেশবাসী গানটি গ্রহণ করবেন আর আওয়ামী লীগের প্রচারে নতুন মাত্রা যোগ করবে প্রত্যাশা করছেন গানের রচয়িতা সাংবাদিক রাজু।
গানের কলাকুশলীদের কৃতজ্ঞতা জানিয়ে রাজু বলেন, ঐতিহাসিকভাবে গান একটি গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচনী প্রচার উৎসবমুখর করতে গানের ব্যবহার এখন উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর ভীড়ে প্রতিবার আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় নতুন গান যুক্ত হচ্ছে। আমি মনে করি গানটি প্রচারে আরেক নতুন সংযোজন এনে দিবে। ষোলকলা সত্য নিয়ে গানটি রচনা সুর ও কন্ঠ দিয়ে প্রচার করতে পারায় আমি উচ্ছ্বসিত তিনি। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নেতাকর্মীগন গানটি প্রচার করে সরকারের উন্নয়নে অংশীদারত্ব হওয়ার আহবান জানিয়েছেন এই গীতিকার।
উল্লেখ্য, জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক সিলেট ডটকম এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে বর্তমানে অর্পিত দায়িত্বপালন করছেন রাজু। দৈনিক ভোরের কাগজ, আমাদের সময়, আমাদের অর্থনীতি, জাগো নিউজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে ইতিপূর্বে কাজ করেছেন তিনি। সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রাজু ২০১৫ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট এবং ১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিশেষ তহবিল থেকে দ্বিতীয়বার আর্থিক অনুদানপ্রাপ্ত হন। উল্লেখ্য, Raju Ahmed Romjan ফেইসবুক পেইজে গানটি প্রচার করা হয়েছে। এছাড়া গুগলে সার্চ করে সাংবাদিক রাজু আহমেদ রমজানের গান লিখলেই সহজে পাওয়া যাবে পেইজটি।