হবিগঞ্জ-৪ আসনে নৌকা প্রার্থীর টার্গেট চা শ্রমিকের ভোট
মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জ -৪ আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর টার্গেট চা শ্রমিকদের ভোট। মূলত চা শ্রমিকরা নৌকার ভোটার।
তারা সব সময়ই নৌকায় ভোট দেন। ফলে হবিগঞ্জ -৪ আসনটি নৌকার আসন বলেই পরিচিত। হবিগঞ্জ-৪ আসনে ছোট বড় ও ফাঁড়ি নিয়ে ২৯ টি চা বাগানে প্রায় ৬০ হাজারের অধিক চা শ্রমিকদের ভোট এবার এডভোকেট মাহবুব আলীর টার্গেট।
কেননা চা শ্রমিকদের ভোটগুলো নৌকার রিজার্ভ ভোট বলেই পরিচিত। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার সুমনের ঈগলের সাথে নৌকার কৌশলগত অবস্থানে চা শ্রমিকরা একটি ফ্যাক্টর। তবে বিভিন্ন চা বাগানে ঘুরে পাওয়া গেছে অন্যরকম সুর। চা শ্রমিকরা নৌকার ভোটার হলেও অনেকে ব্যারিস্টার সুমনের পক্ষে মতামত দিয়েছেন। করোনাকালীন এবং সংকটকালীন সহযোগিতার কথা তুলে চা শ্রমিকরা বলেছেন, সুমন ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন।
আমরা তার প্রতিদান দিতে চাই। অনেকে মনে করছেন এবার চা শ্রমিকরা ব্যারিস্টার সুমনের পক্ষে সমর্থন দিতে পারেন। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, জীবন দিয়ে হলেও চা শ্রমিকরা নৌকাকে ছাড়বে না।