বড়লেখায় নতুন কমিটি ঘোষণা করলো দিগন্ত ফাউন্ডেশন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় আগর-আতরের রাজধানী খ্যাত সুজানগর ইউনিয়নের বহির্বিশ্বে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে আর্তমানবতার সেবায় গঠিত দিগন্ত ফাউন্ডেশনের ভার্চুয়াল সভায় মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী হাফিজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সারোয়ার আলমের সঞ্চালনায় সম্প্রতি এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০২৪ সাল পর্যন্ত ১৫ সদস্যদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন সাধারন সম্পাদক লিয়াকত হাসান।
ফাউন্ডেশনের কার্যকরী নতুন কমিটিতে যারা রয়েছেন-সভাপতি হাফিজ মাওলানা সিরাজুল ইসলাম (লন্ডন প্রবাসী), সহ- সভাপতি মোঃ সারোয়ার আলম (লন্ডন প্রবাসী), সোহাইল আহমেদ সোহেল (ফ্রান্স প্রবাসী), তারেকুল ইসলাম সইদ (স্পেন প্রবাসী)। সাধারন সম্পাদক লিয়াকত হাসান (কুয়েত প্রবাসী), সহ সাধারন সম্পাদক মাসুম আহমেদ (দুবাই প্রবাসী), শিয়ারুল ইসলাম (কাতার প্রবাসী)। সাংগঠনিক সম্পাদক জামিল বিন হাফিজ (সৌদি আরব প্রবাসী), সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (কাতার প্রবাসী), আবু বকর সিদ্দিক (কাতার প্রবাসী)। অর্থ সম্পাদক আসহাব উদ্দীন জুয়েল (কাতার প্রবাসী), সহ অর্থ সম্পাদক হাফিজ কুতুব উদ্দিন (বাংলাদেশ), মুতিবুল ইসলাম মুবেল (বাংলাদেশ)। প্রচার সম্পাদক সাংবাদিক আশফাক আহমেদ (বাহরাইন প্রবাসী), সহ প্রচার সম্পাদক আবুল কাশেম (ফ্রান্স প্রবাসী)।
উল্লেখ্য, ২০২২ সালে গঠন হওয়া কার্যকরী কমিটির কিছু শূন্য পদ হওয়ায় এই নতুন কমিটি গঠন করা হয় এবং দিগন্ত ফাউন্ডেশনের শুরু থেকে সুজানগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবার জন্য একটি উন্নত, মানসম্পন্ন ও আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ করা ফাউন্ডেশনের প্রথম লক্ষ্য যার নামকরণ করা হয় সুজানগর মেডিকেল সেন্টার। মেডিকেল সেন্টারের প্রাথমিক পর্যায়ের কাজ চলমান ও নির্ধারিত মূল ভবনের কাজ জানুয়ারি মাসে শুরু হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।