২০২৪ সালে ক্রিকেটারদের যত খেলা
দৈনিকসিলেট ডেস্ক :
গেল বছরটা বেশ ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটিয়েছে বাংলাদেশ দল। দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। ছর শেষেও ব্যস্ততা ফুরোচ্ছে না টাইগারদের। বরং ২০২৪ সালে আরও বেশি ব্যস্ততা নিয়ে অপেক্ষা করছে লাল-সবুজে শিবিরে।
ক্রিকেট ছাড়াও ২০২৩ সালটা মাঠ ও মাঠের বাইরে বাংলাদেশের ফুটবলের জন্য ছিল ঘটনাবহুল। নিঃসন্দেহে বিদায়ী বছরে দেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য পুরুষ জাতীয় ফুটবল দলের নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মূল বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করা।
২০২৪ সালের প্রথম দিনে চোখ বুলানো যাক এই বছরে কখন কোন খেলা শুরু-
জানুয়ারি
ক্রিকেট: ১৯ জানুয়ারি বিপিএল এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ;
ফুটবল: ১২ জানুয়ারি এএফসি এশিয়ান কাপ, ১৩ জানুয়ারি আফ্রিকান কাপ অব নেশন্স;
টেনিস: ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেন;
অন্যান্য: ১৯ জানুয়ারি উইন্টার ইয়ুথ অলিম্পিক
ফেব্রুয়ারি
ক্রিকেট: ২৫ ফেব্রুয়ারি বিপিএল প্লে-অফ;
ফুটবল: ১ ফেব্রুয়ারি কনকাকাফ ওমেন্স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, ২১ ফেব্রুয়ারি এমএলএস নতুন মৌসুম;
টেনিস: ১৬ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ;
অন্যান্য: ২ ফেব্রুয়ারি সিক্স নেশন্স রাগবি চ্যাম্পিয়নশিপ, ১৮ ফেব্রুয়ারি এনবিএ অলস্টার গেম
মার্চ
ক্রিকেট: ১ মার্চ বিপিএল ফাইনাল, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি২০;
ফুটবল: ৩ মার্চ এএফসি অনূর্ধ্ব-২০ ওমেন্স এশিয়ান কাপ;
টেনিস: ১৭ মার্চ মায়ামি ওপেন;
অন্যান্য: ২০ মার্চ মেজর লিগ বাস্কেটবল মৌসুম শুরু, ৩০ মার্চ ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ
এপ্রিল
ক্রিকেট: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট ও পাঁচ টি২০;
ফুটবল: ৭ এপ্রিল এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ, ১৫ এপ্রিল এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ, ২১ এপ্রিল এল ক্ল্যাসিকো;
অন্যান্য: ৮ এপ্রিল গলফের মাস্টার্স টুর্নামেন্ট, ৯ এপ্রিল ইউরোপিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ
মে
ফুটবল: ৫ মে উয়েফা ওমেন্স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, ২০ মে উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ, ২৭ মে প্রো লিগের মৌসুম শেষ, ১৯ মে প্রিমিয়ার লিগের মৌসুম শেষ, ২৬ মে লা লিগার মৌসুম শেষ;
টেনিস: ২৮ থেকে ফ্রেঞ্চ ওপেন;
অন্যান্য: ৫ মে ফর্মুলা রেসিং, ১৩ মে পিজিএ চ্যাম্পিয়নশিপ, ২২ মে ইউরোপিয়ান জিমনেস্টিক চ্যাম্পিয়নশিপ
জুন
ক্রিকেট: ৪ জুন থেকে টি২০ বিশ্বকাপ;
ফুটবল: ১ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, ১২ জুন ওএফসি নেশন্স কাপ, ১৪ জুন থেকে শুরু ইউরো, ২০ জুন কোপা আমেরিকা;
অন্যান্য: ৯ জুন ফর্মুলা রেসিং, ২৭ জুন এনবিএ ড্রাফট
জুলাই
ক্রিকেট: আফগানদের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি২০;
ফুটবল: ১৪ জুলাই ইউরো ফাইনাল ও কোপা আমেরিকা ফাইনাল, ১৫ জুলাই উয়েফা ওমেন্স অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ এবং ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ;
টেনিস: ১ জুলাই থেকে উইম্বলডন;
অন্যান্য: ২৬ জুলাই থেকে প্যারিস অলিম্পিক
আগস্ট
ক্রিকেট: পাকিস্তান সফরে বাংলাদেশের দুটি টেস্ট;
ফুটবল: ৩১ আগস্ট ফিফা অনূর্ধ্ব-২০ ওমেন্স বিশ্বকাপ;
টেনিস: ১২ আগস্ট চিনচিনাটি মাস্টার্স, ২৬ আগস্ট ইউএস ওপেন;
অন্যান্য: ১৫ আগস্ট বেসবল ওয়ার্ল্ড সিরিজ, ২৮ আগস্ট প্যারা অলিম্পিক
সেপ্টেম্বর
ক্রিকেট: ওমেন্স টি২০ বিশ্বকাপ, ভারত সফরে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে;
ফুটবল: ৫ সেপ্টেম্বর আমেরিকান এনএফএল মৌসুম শুরু, ২২ সেপ্টেম্বর অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ ফাইনাল;
টেনিস: ৮ সেপ্টেম্বর ইউএস ওপেন ফাইনাল, ২০ সেপ্টেম্বর লেভার কাপ;
অন্যান্য: ফুটসাল ওয়ার্ল্ড কাপ
অক্টোবর
ক্রিকেট: ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট;
ফুটবল: ১৬ অক্টোবর অনূর্ধ্ব-১৭ ওমেন্স বিশ্বকাপ;
টেনিস: ২ অক্টোবর সাংহাই মাস্টার্স, ২৮ অক্টোবর ডব্লিউটিএ ফাইনাল, ২৯ অক্টোবর প্যারিস মাস্টার্স;
অন্যান্য: ২৫ অক্টোবর বেসবল ওয়ার্ল্ড সিরিজ ও মেক্সিকো ফর্মুলা রেসিং
নভেম্বর
ক্রিকেট: ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ খেলবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি২০;
টেনিস: ১০ নভেম্বর এটিপি ফাইনাল, ১৯ নভেম্বর ডেভিস কাপ ফাইনাল;
অন্যান্য: ১ নভেম্বর সাও পাওলো ফর্মুলা রেসিং, ৩ নভেম্বর নিউইয়র্ক সিটি ম্যারাথান, ২৮ নভেম্বর ইউরোপিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ
ডিসেম্বর
ফুটবল: কিংস কাপ, ২৬তম অ্যারাবিয়ান গালফ কাপ;
অন্যান্য: ৬ ডিসেম্বর আবুধাবি ফর্মুলা রেসিং, ৯ ডিসেম্বর বিচ টেনিস ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল, ১০ ডিসেম্বর সুইমিং চ্যাম্পিয়নশিপ, ২৬ ডিসেম্বর জুনিয়র আইস হকি চ্যাম্পিয়নশিপ।