জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
দৈনিকসিলেট ডেস্ক :
জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার (০১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সোমবার দেশটিতে সাত দশমিক ৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চল ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামায় এ সতর্কতা জারি করা হয়।
আবহাওয়া বিভাগের তথ্যমতে, সুনামির তীব্রতা পাঁচ মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এটি ইশিকাওয়ার প্রিফেকচারের শহর নোটোতে আঘাত হানতে পারে। এ ছাড়া উপকূলীয় অঞ্চল ওয়াজিমায় এটির প্রভাবে এক মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে।
এনএইচকে জানিয়েছে, হকুরিকু বিদ্যুৎকেন্দ্র তাদের পারমাণবিক কেন্দ্রটিতে কোনো ধরনের অনিয়ম আছে কিনা তা তারা পরীক্ষা করে দেখছে।
এর আগে গত ৩ ডিসেম্বর ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ৪০ সেন্টিমিটার (এক দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানে। দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণে হাচিজোজিমা দ্বীপে এই সুনামি আঘাত হেনেছিল।
ওই সময়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। অন্যদিকে ফিলিপাইনি সংস্থা জানিয়েছিল, এটির তীব্রতা ছিল ৬ দশমিক ৯।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি সিসমোলজির কর্মকর্তা তেরেসিতো বাকোলকোল এপিকে জানান, তারা দক্ষিণ সুরিগাও দেল সুর এবং দাভাও ওরিয়েন্টাল প্রদেশের উপকূলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু অঞ্চলে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।