কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণায় স্যাটেলাইট পাঠাল ভারত
দৈনিকসিলেটডেস্ক
ভারতের মহাকাশ সংস্থা সফলভাবে একটি রকেট উৎক্ষেপণ করেছে। এতে একটি স্যাটেলাইট রয়েছে যেটি কৃষ্ণগহ্বরের মতো মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করবে।
সোমবার দেশটির স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে শ্রীহরিকোটা মহাকাশ বন্দর থেকে এটি উৎক্ষেপণ করা হয়। খবর বিবিসির।
২০২১ সালে নাসা এ ধরনের মিশন চালু করার পর এটি একই ধরনের দ্বিতীয় মিশন।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বলছে, কৃষ্ণগহ্বরের বিষয়ে জ্ঞান উন্নয়নে তারা বিজ্ঞানীদের সহায়তা করতে চায়। সংস্থাটির চেয়ারপারসন এস সোমনাথ রকেটটি উৎক্ষেপণের পর বলেন, আমাদের সামনে দারুণ সময় রয়েছে।
ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর হলো মহাকাশের এমন বিশাল একটি অঞ্চল, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি প্রবল। সেখান থেকে কোনো কিছুই বের হতে পারে না। এমনকি আলোও বের হতে পারে না।
ইসরোর স্যাটেলাইট এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইটের (এক্সপোস্যাট) লক্ষ্য থাকবে কৃষ্ণগহ্বর নিয়ে বিশদ গবেষণা চালানো। স্যাটেলাইটটি তৈরির খরচ ২৫০ মিলিয়ন রুপি। এর জীবনকাল পাঁচ বছর।