জাপানে এক দিনে ১৫০ বার ভূমিকম্প, নিহত ১৩
দৈনিকসিলেটডেস্ক
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার দেশটিতে ছোট-বড় দেড় শতাধিক ভূমিকম্প আঘাত হানে। বেশির ভাগ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ মাত্রার বেশি। তবে আজ মঙ্গলবার ভোরে দেশটির মধ্যাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর জেরে সুনামির শঙ্কা দেখা দেয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের হোনশু দ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৫। তবে জাপানি কর্তৃপক্ষ এই কম্পনকে ৭ দশমিক ৬ মাত্রার বলে দাবি করেছে।
জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পনের জেরে এক মিটার উঁচু সুনামির ঢেউ আঘাত হানে এবং এতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।
প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘দুর্গত এলাকায় দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছি।প্লেন বা জাহাজ ব্যবহার করে ক্ষতিগ্রস্তদের কাছে পানি, খাবার, কম্বল, তেল, পে