মাধবপুরে জনতা ২ ছিনতাইকারীকে ধরে পুলিশ দিলো
নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে মোবাইল ছিনতাইকালে ধারালো ছুরিসহ দুই ছিনতাইকারীকে ধরে পুলিশ হেফাজতে দিল জনতা। গ্রেফতারকৃতরা হল জাহাঙ্গীর মিয়া (২১) উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজয়নগর গ্রামের চান্দু মিয়া ছেলে। সুজন মিয়া (২০), উভয় একই গ্রামের জহির মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গত (২ জানুয়ারি) রাতে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ঢাকা-সিলেটর মহাসড়কের পাশে নাহিদ ফাইনটেক্সের প্রডাকশন অফিসার আশরাফুল ইসলাম অফিসের কাজ শেষে কোয়াটারে যাওয়ার সময় পথরোধ করে ৩ ছিনতাইকারী ধারালো ছুরি প্রদর্শন করে তার কাছে থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে গেলে আশরাফুল ইসলাম চিৎকার দিলে ওই ছিনতাইকারী তার গলায় ও হাতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। আশপাশের মানুষ তার চিৎকার শুনে দুই ছিনতাইকারী কে আটক করে।
পরে পুলিশ কে খবর দিলে মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা দুই ছিনতাইকারী কে পুলিশ হেফাজতে নেয় এসময় তাদের কাছে থেকে ১টি ধারালো ছুরি ও নগদ ১২শ টাকা উদ্ধার করে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার (৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে