কোম্পানীগঞ্জে ছিন্নমূল শিশুদের নিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সারাদেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষে অসহায় ও ছিন্নমূল শিশুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগ। অসহায় ও ছিন্নমূল শিশুদের মুখে কেক তুলে দেন উপজেলা শাখার সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন। এসময় শিশুদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- -সভাপতি আহমেদ রেজা রুবেল, সুরঞ্জিত সরকার, জুনাইদ ইভান, সুজন সরকার, হেলাল মোহাম্মদ, শরিফ উদ্দীন, এজাজ রানা, আনোয়ার হোসেন সেলিম, বাবলু চন্দ, জাবের আহমদ, ফখরুল ইসলাম, মিশু দাস, ইকবাল হোসাইন, পারভেজ হাসান, আমিনুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ, ইসফার ইসলাম রাহাত, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক রুহুল, মোজাহিদুল ইসলাম, লুতফুর রহমান, আবু আল ছামি, ফয়েজ আহমেদ ফুহাদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ রাসেল, এবাদুর রহমান সুমন, নাদিব হাসান আরমান, কবির আহমদ শিপু, রায়হান মাহমুদ, জাকারিয়া ইসলাম শিমুল, রায়হানুল হক শিহাব, আদনান সামি, হাবিবুর রহমান, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, উপ-প্রচার সম্পাদক এখলাস, দপ্তর সম্পাদক একরাম হোসেন, উপ-দপ্তর সম্পাদক সবুজ শর্মা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হুসাইন মোহাম্মদ পুষ্প, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু সুফিয়ান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক লুকমান হোসেন সায়মন, উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আহসান হাবিব পলাশ, সহ সম্পাদক সেলিম উদ্দিন, লব চন্দ্র দাস, আলেক মাহমুদ রায়হান, আনাসুর রহমান আনাস, ইমরানুল হাসান আরমান, সদস্য সাকিব হাসান, মোহাম্মদ আকাশ, বিল্লাল হোসেন প্রমুখ।