সিলেট ৫ আসনে নৌকা কেটলি হাড্ডাহাড্ডি লড়াই
দৈনিকসিলেটডটকম
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে নৌকা কেটলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
১৫৮টি কেন্দ্রের মধ্যে ২১টির ফলাফল্এ পর্যন্ত পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত ফলাফলে এই ২১ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, আঞ্জুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাসুক উদ্দিন আহমদ।
২১ কেন্দ্রে কেটলি প্রতীকে মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী পেয়েছেন ৬৫০৬ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক উদ্দিন আহমদ (নৌকা) ৬০৩৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবীর (ট্রাক) পেয়েছেন ২৫৩৪ ভোট।
সোনারখেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোট পড়েছে ৩৭৯টি। এর মধ্যে কেটলি পেয়েছে ২৪১, ট্রাক ১০০ ও নৌকা ৩০ ভোট।
পাঠানচক কেন্দ্রে কেটলি ৯৯১ ভোট, ট্রাক ৯৯ ও নৌকা ২০১ ভোট পেয়েছে। ঘেচুয়া কেন্দ্রে কেটলি ৩১১ ভোট, নৌকা ১৫১ ভোট ও ট্রাক ৮৮ ভোট পেয়েছে।
উজানবারাপৈত সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও বিজয়ী হয়েছে কেটলি প্রতীক। কেটলি ১২৮, নৌকা ১১৬ ও ট্রাক ৪৬ ভোট পেয়েছে।
শাহ ইব্রাহিম তশনা কেন্দ্রে কেটলি প্রতীকে ৩৩২ ভোট, নৌকায় ১৬২ ভোট ও ট্রাক প্রতীকে ৩৫ ভোট পড়েছে। কানাইঘাট দূর্গাপুর পুরুষ কেন্দ্রে নৌকা ২৫৮, ট্রাক ১৫৫ ও কেটলি ৮৮ ভোট পেয়েছে।
তিরাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৫৫৩ ভোট, কেটলি ৪৩৮ ভোট ও ট্রাক ২৫২ ভোট পেয়েছে। আমলশীদ সেন্টারে নৌকা ২৫৩, ট্রাক ১৬৬, ও কেটলি ১০৫ ভোট পেয়েছে।
বারহাল ডিগ্রি কলেজ সেন্টারে কেটলি ২৯৫, নৌকা ২১৯ ও ট্রাক প্রতীকে পড়েছে ১২২ ভোট। বড়কাপন সেন্টারে নৌকা ৩৬০ ভোট, কেটলি ২৪৮ ভোট ও ট্রাক ১০৩ ভোট পেয়েছে। কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৮১৩ ভোট, ট্রাক ৭৫ ভোট ও কেটলি ৩৭ ভোট পেয়েছে।
সাউদগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৭৪ ভোট, ট্রাক ২৪০ ভোট ও কেটলি ৮৯ ভোট পেয়েছে। রঘুরাশি কেন্দ্রে নৌকা ৭৬৪, কেটলি ২০৪ ও ট্রাক ১৯২ ভোট পেয়েছে। চককোনাগ্রাম কেন্দ্রে নৌকায় ২৯৮, কেটলিতে ১৩৭ ও ট্রাক প্রতীকে ৬০ ভোট পড়েছে।
সড়কের বাজার কেন্দ্রে কেটলি ৩৫১ ভোট, নৌকা ২৭০ ভোট ও ট্রাক ৪৪ ভোট পেয়েছে। ফরিদ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেটলি ৩৪৭ ভোট, নৌকা ৯২ ভোট ও ট্রাক ৬৪ ভোট পেয়েছে। বায়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৩৪২ ভোট, ট্রাক ১৮৩ ভোট ও কেটলি ১৭১ ভোট পেয়েছে।
চাউরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ৪৩১ ভোট, ট্রাক ২৪১ ভোট ও কেটলি ৯৮ ভোট পেয়েছে। লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেটলি ১৯০ ভোট, নৌকা ৩৯ ভোট ও ট্রাক ১০২ ভোট পেয়েছে।
গণিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেটলি ৫৬৪ ভোট, নৌকা ৭৩ ভোট ও ট্রাক ৬০ ভোট পেয়েছে। সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেটলি ৯৭১ ভোট, ট্রাক ১০৭ ভোট ও নৌকা ২৩৮ ভোট পেয়েছে।