সুনামগঞ্জ-৫ আসনে বিজয়ের মালা পড়লেন মানিক
দৈনিকসিলেট প্রতিবেদক
৭ জানয়ারি শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের মাধ্যমে সমাপ্ত হলো সুনামগঞ্জ-৫ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, অনেকটা চাপের মুখে থেকে বিরামহীন প্রচারনায় শেষ পর্যন্ত বিজয়ী হলেন ৫ বারের নির্বাচিত নৌকা প্রতিকের মুহিবুর রহমান মানিক, জয়-পরাজয়ের চিত্র অনেকটা জটিল মাঠ,নতুন বছরের শুরুর দিন থেকে তারুণ্যের উম্মাদনা, নেতা কর্মীদের নিরলস চেষ্টায় ও প্রতিপক্ষের মন্তব্যে পাল্টে যেতে থাকলো ভোটের মাঠের চিত্র।
মুহিবুর রহমান মানিকের শেষ নির্বাচন এমন বক্তব্য নিজে যখন ঘোষনা দিলেন এরপর থেকে শুরু হলো আরো ঝাপিয়ে পড়ে কাজ করার নির্বাচনী মাঠে, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া, উঠান বৈঠক ও ছোট ছোট সভায় তাঁর এ বক্তব্যে ঠনক নড়ে কর্মীদের।দলের প্রতি কর্মীদের ভালোবাসা শেষ বয়সে যাতে অসম্মানিত না হন সেদিকে যেন সবার মনপ্রাণ। ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো মাঠের চিত্র। নৌকার পালে হাওয়া উত্তাল হতে শুরু করলো। ছাতক ও দোয়ারাবাজারে জনস্রোত প্রমাণ করে খেলা শেষ, খেলা শেষ।
সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারবাজার আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ—৫ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৪টি। বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। প্রাপ্ত ভোট ১ লক্ষ ১৯ হাজার ৪০৩। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী। প্রাপ্ত ভোট ৯১ হাজার ৫৮৮।