শাবি উপাচার্যের শাশুড়ির মৃত্যুতে অফিসার্স এসোসিয়েশনের শোক
শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের শাশুড়ি আমেনা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন’।
সোমবার (৮জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ মুর্শেদ আহমদের স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়। বিবৃতি বলা হয়, মাননীয় উপাচার্যের শাশুড়ি আমেনা বেগম চট্টগ্রাম নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার মৃত্যুতে শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের পক্ষ হতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তায়ালার নিকট শোকসন্তপ্ত পরিবারের সকলকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ক্ষমতা দান করার জন্য প্রার্থনা করছি। প্রসঙ্গত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শাবি অফিসার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের শ্বাশুড়ি জনাব আমেনা বেগম অদ্য ৮ জানুয়ারি ২০২৪ খ্রি. বেলা ২.৩০ ঘটিকায় চট্টগ্রাম নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার জানাজার নামাজ আগামীকাল ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার বড়াইল গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন