ড.সাদিক এমপি’কে সুনামগঞ্জ প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা
রাজু আহমেদ রমজান,সুনামগঞ্জ
সুনামগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক’কে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৯ জানুয়ার) সকালে সংসদ সদস্যের সুনামগঞ্জ জেলা শহরতলীর ধারারগাঁও বাসভবনে উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক বিজন সেন রায়, সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ ফুয়াদ মনি, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজানসহ সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক ৯০ হাজার তিনশ ৫২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি পীর ফজলুর রহমান ৩১ হাজার ৭শ ১৮ ভোট পেয়ে পরাজিত হন।