বানর ক্রয় ও শিকলে বেঁধে রাখার অপরাধে জরিমানা
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে শিকল দিয়ে বানর বেঁধে রাখার অপরাধে মদরিস মিয়া (৫০) কে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত মদরিস মিয়া (৫০) চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত হাফিজ মিয়ার পুত্র। জানা গেছে, উপজেলার গাজিপুর ইউনিয়নের খেতামারা আশ্রয়ণ প্রকল্প এলাকায় মদরিস মিয়ার ঘরের সামনে অবৈধভাবে একটি বানরকে শিকলে বেঁধে রাখেন এবং স্থানীয় লোকদেরকে হয়রানী করেন।
এমন খবর পেয়ে বৃহস্পতিবার ১ জানুয়ারী বিকেলে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার নেতৃত্বে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে বানরটি উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে ওই ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলিমা রায়হানা জানান, আশ্রয়নের বাসিন্দাদের জিম্মি করে অর্থ হাতিয়ে নিতেন মদরিস । আর যদি কোন ব্যক্তি অর্থ না দিতেন তাহলে বানরটি তাদের ঘরে ছেড়ে দিয়ে ব্ল্যাকমেইল করতেন। বানরটি বেশ কয়েকজনকে আক্রমনও করেছে ।
স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে বানরটি উদ্ধার করে জরিমানা করা হয় । পরে বন্যপ্রাণীটি সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জার আব্দুল্লাহ আল আমিনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মদরিস মিয়ার দাবি, কতিপয় এক ব্যক্তির কাছ থেকে বানরটি পালনের জন্য কিনে নিয়েছেন এবং খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বন্যপ্রাণী আইনটি আমার জানা ছিল না তার ভুল হয়েছে দাবী করে ক্ষমা প্রার্থনা করেন । বন বিভাগের সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, বানরটি আমাদের হেফাজতে অবজারে রাখা হয়েছে। দুদিন পর রেমা অভায়রণ্যে ছেড়ে দেওয়া হবে