বড়লেখায় নতুন ঘর পেলেন হতদরিদ্র সুফিয়া
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্কের অর্থায়নে মৌলভীবাজারের বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের হতদরিদ্র সুফিয়া বেগমকে গৃহ নির্মাণ করে দিয়েছে বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্ক।
শুক্রবার বিকেলে নব-নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্কের সদস্য ফারুক উদ্দিনের সভাপতিত্বে ও হোসাইন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়নের সদস্য ফয়েজ আহমদ, উত্তর শাহবাজপুর ইউনিয়নের সদস্য মাসুক আহমদ, মকসুদ আহমদ রানা, গ্রামতলা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা খলিলুর রহমান, টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান প্রমুখ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বড়লেখা পঞ্চায়েত ইউনিটি বাফেলো সিটি নিউইয়র্ক এর মানবিক কাজের ভুয়সী প্রশংসা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে হতদরিদ্র সুফিয়া বেগমের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।