মৌলভীবাজারের বড়লেখায় সুজানগর আইডিয়াল আলিম মাদরাসায় হিফজ বালিকা শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামে মাদরাসার নিজস্ব ভবনে বুধবার বেলা ১২ টায় মাদরাসার হল রুমে পবিত্র কোনআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সবক প্রদান অনুষ্ঠান শুরু হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রিন্সিপাল মুফতি মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে ও হিফজ বিভাগের প্রধান হাফিজ কামরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি মাষ্টার সরফ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর ডেভলপমেন্ট সোসাইটির উপদেষ্টা লন্ডন প্রবাসী হাফিজ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন রুকুমপুর আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দিন, নুরে মদিনা হাফিজিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু ইউসুফ, মাদরাসা পরিচালনা কমিটির সম্পাদক কাতার প্রবাসী আসহাব উদ্দিন জুয়েল, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য কুয়েত প্রবাসী লিয়াকত হাসান, মাদরাসার বাহরাইন প্রতিনিধি আশফাক আহমেদ।
এছাড়াও উপস্তিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, দুবাই প্রতিনিধি আব্দুল ওয়াহিদ রাইহান, কাতার প্রবাসী আব্দুল মোমিন প্রমুখ। উল্লেখ্য, সুজানগর আইডিয়াল আলিম মাদরাসা ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়ে জেনারেল লাইনে পাঠদান ও ২০১৫ সাল থেকে বালক হিফজ শাখায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।