দোয়ারাবাজারে শীত উপহার কম্বল বিতরণ
দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত উপহার কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৮ জানুয়ারি)বিকালে উপজেলার মান্নারগাও ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক দানবীর মামুন মিয়ার অর্থায়নে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট কানন আলমের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা গ্রামের অর্ধ শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া।
হতদরিদ্র এসব পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট কানন আলম।উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, প্রতিটি অসহায় মানুষের কাছে নিজের যৎসামান্য সাধ্যটুকু নিয়ে ছুটে যাওয়া প্রত্যেক মানুষের সামাজিক দায়িত্ব। আমাদের খুদ্র প্রয়াস নিয়ে অত্র এলাকার শতাধিক মানুষের মাঝে সামান্য উপহারটুকু তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যাক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাদেক মাষ্টার, আজিম মিয়া,মোস্তফা মিয়া,এম এ শহিদ,আবুল কাশেম প্রমুখ