সংসদ এডঃ রঞ্জিত কে ফুল দিয়ে বরণ করল তাহিরপুর উপজেলা পরিষদ
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে নব নির্বাচিত সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরন করে নিয়েছে।
এসময় উপজেলাবাসীর উন্নয়নের স্বার্থে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ঐক্যবদ্ধ ভাবে উন্নয়নের স্বার্থে সহযোগিতা করার আহবান জানান সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার। তিনি পিছিয়ে থাকা মানুষের জীবন জীবিকার উন্নয়ন কাজ করবেন বলে জানান। বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের কক্ষে এই শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন,খালেদা বেগম,বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার,বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসাইন,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ আলী আহমদ মোরাদ,দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী ইউনুছ আলী। এর পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।