জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাধারণ সম্পাদক জামিল উদ্দিন এর পিতৃবিয়োগ
বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার পৌরশহরের বিপনী বিতান জামান প্লাজার হাফিজ ক্লথ স্টোরের সত্ত্বাধিকারী, মাথিউরা ইউনিয়নের সুতারকান্দি গ্রাম নিবাসী এবং বর্তমানে আমেরিকার ফিলাডেলফিয়ায় বসবাসরত হাজী মজির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাজী মজির উদ্দিন বিয়ানীবাজারের ব্যবসায়ী হাফিজ উদ্দিন, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া যুবলীগের সভাপতি আলিম উদ্দিন ও জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাধারণ সম্পাদক ইতালি আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক, জামিল উদ্দিন এর পিতা । তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৬ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজের সময়সূচী শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১২টা ৪৫ মিনিটের সময় 1421 Tyson Ave
Philadelphia. PA -19111আমেরিকার ফিলাডেলফিয়ার টাইসন মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হান্টিংডন ভ্যালির ফরেস্ট হিলস ও শ্যালম মেমোইয়াল পার্কে তার দাফন সম্পন্ন হবে। এবং জানাজা শেষে Forest Hills/Shalom Memorial Park)
25 Byberry Rd, Huntingdon Valley, PA 19006
দাফন করা হবে বলে জানা গেছে। এদিকে হাজি মজির উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালি,ও ইতালি আওয়ামী লীগ, পেনসেলভেনিয়া যুবলীগ, নেতৃবৃন্দ। এ সময় মরহুমের জন্য দুয়া চেয়া এক শোক বার্তায় বলেন জালালাবাদ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জামিল উদ্দিন এর পিতার মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন, ইতালী গভীরভাবে,শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং দেশ ও বিদেশে অবস্থানরত পরিবারের সকলকে ধৈর্য্য ধরার
তাওফিক দান করুন। আমিন