সিলেটে এপিবিএন’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
দৈনিকসিলেট প্রতিবেদক
সিলেটে ৭ এপিবিএন’র অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) বিকাল সাড়ে ৩টায় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সিলেটের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলাম এবং সহকারী পুলিশ মোঃ আছাবুর রহমান এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক এসএম আল মামুন এর নেতৃত্বে আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়
গ্রেফকার আসামী আলতাব মিয়া @ আলতাবুর রহমান, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ছিক্কা গ্রামের মৃত মুখলেছুর রহমান ছেলে।
পরে তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে কোতোয়ালি থানার দায়রা নং- ৭১২/২১ এবং সিআর নং- ৩১১/২০, মূলে ৬ মাসের সাজা ও ৫ লক্ষ টাকার জরিমানা করা হয়।