একজন মানবিক ও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জুর আহমেদ
রাজু আহমেদ রমজান,সুনামগঞ্জ:
রাজনীতি করেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে। নিভৃতে মানবতার হাত উঁচিয়ে দান করেন দুর্ঘটনা-দুর্বিপাকে। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন নিরবেই।
আবার পিতৃহীন কিংবা অনাথ শিশুদের জন্য গড়েছেন আবাসিক সুবিধাসহ মাদরাসা-মসজিদ। গণমাধ্যম অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এড়িয়ে চলা নিভৃতচারী সমাজসেবী আলহাজ্ব খন্দকার মঞ্জুর আহমেদ।
সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি পদে রয়েছেন স্বচ্ছ পরোপকারী তরুণ এ রাজনীতিক। চারিত্রিক বৈশিষ্টে সমুজ্জ্বল মানবিক ও স্বচ্ছ-স্বজ্জ্বন ব্যক্তি হওয়ায় সকল শ্রেণী-পেশার নাগরিকের অত্যন্ত প্রিয় মানুষ হয়ে উঠেছেন তিনি। বিশেষতঃ বৈশ্বিক মহামারী করোনাকালে, গেল স্মরণকালের ভয়াবহ বন্যায় তাঁর ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী দিয়ে মানুষের পাশে থাকা মানবিক এই ব্যক্তি চলতি রাজনীতির এক বিপরীত চরিত্রের অধিকারী বলে মনে করেন সর্বস্তরের জনতা।
জানা গেছে, রাজনীতিতে যোগদানের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা মেনে মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন অনেকটা নিভৃতে। এ কারণে দল-মত নির্বিশেষে সকল মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে মঞ্জুর আহমেদ এর। সময়ের প্রয়োজনে এখন আপামর জনতার নতুন স্বপ্ন তিনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা তাঁকে দলীয় মনোনয়ন দিবেন এ দাবী তাহিরপুর উপজেলাবাসীর। বড়ছড়া শুল্কবন্দরের ব্যবসায়ী মেসার্স মোস্তফা এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মুসতাক আহমেদ শেখ মোস্তফাসহ অনেকে বলেন- ক্লিন ইমেজের ব্যক্তি হলেন মঞ্জুর আহমেদ। তাই দলমত নির্বিশেষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মানবিক এই সমাজকর্মীকে তাহিরপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
উল্লেখ্য, মঞ্জুর আহমেদ এর পৈতৃক ভিটা তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামে। তাঁর পিতা হাজী আলকাছ উদ্দিন খন্দকার একজন খোদাভীরু মানুষ হওয়ায় সকলের মিত্র হয়ে বেঁচে আছেন সম্মানের আসন নিয়ে। এ প্রসঙ্গে খন্দকার মঞ্জুর আহমেদ বলেন- উন্নয়নের রুপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যদি দলীয় মনোনয়ন দেন তাহলে উপজেলার অবহেলিত, বঞ্চিত, অনুন্নত ও বৈষম্যের শিকার মানুষের অধিকার আদায়ে দূরদর্শী কার্যক্রমে সোচ্চার থাকবো।