মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনা: নি হ ত-২, আহত-৬
রাসেল মৌলভীবাজার
মৌলভীবাজার শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় সিএনজি ও বাস মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত শিশুসহ ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২ টার দিকে এঘটনাটি ঘটে। নিহতরা হলেন, শেরপুর সিএনজি সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও মধু মিয়া (৬৫) দুজনের বাড়ি সদর উপজেলার গ্রাম শেরপুর এলাকায়। আহতরা হলেন সুমি বেগম (৪০) পিতা- মধু মিয়া, মেঘনা বেগম (৪২) পিতা-মধু মিয়া,মিম আক্তার (১৮), পিতা-আল মামুন,ফাহিম (১২), সুমা (৮) ও তিন বছরের শিশু ফাইজা। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার হামের কোনা এলাকায়।
আহতদের স্থানীয় মৌলভীবাজার সদর হাসপাতালে ও সিলেট ওসমানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে আজ দুপুর সাড়ে বারোটার দিকে মৌলভীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাবার পথে দুর্লভপুর এলাকায় একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও ছয়জন আহত হন। মৌলভীবাজার মডেল থানা ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।