শীতের তীব্রতা বৃদ্ধিতে বিশ্বনাথে জমে উঠেছে গরম কাপড়ের বাজার
সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ
শীত জেঁকে বসার সাথে সাথে সিলেটের বিশ্বনাথে জমে উঠেছে গরম কাপড়ের বাজার। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় প্রচন্ড শীত থেকে রক্ষা পেতে সাধ্যের মধ্যে পছন্দের পোষাক কিনতে নিম্ন আয়ের ও মধ্য আয়ের লোকেরা ভীড় করছেন ফুটপাতের দোকানগুলোতে।
ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেট গুলোতেও গরম কাপড়ের চাহিদা বাড়ছে।ক্রেতাদের মনোযোগ আকর্ষণে হরেক রকম বাহারি পোষাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাতের দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষসহ উচ্চবিত্তরা কম দামে কিনতে ভীড় করছেন ।
এমনকি মৌসুমভিত্তিক দোকানগুলোতেও ফুটপাতের পাশাপাশি কেনাবেচা চলছে পুরোদমে।সামনের দিনে খুব ভাল বেচাকেনা হবে এমনটাই আশা করছেন ফুটপাতে বসা দোকানীরা।উপজেলা সদর তথা পৌর এলাকার নতুন বাজার,পুরান বাজার,অভিজাত বিপনী সহ বাসিয়া সেতু সংলগ্ন ফুটপাত ও নতুন বাজারের হকার মার্কেটগুলোতে সকল ধরনের মানুষসহ গৃহিণীদের সাথে ছোট ছোট ছেলেমেয়েরাও ভীড় করছেন তাদের পছন্দের শীতের পোষাক কিনতে। ফুটপাতের দোকানদার হরমুজ বলেন,আমি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি।শীত বেশি পড়লে ব্যবসা অনেক ভাল হয়।বড়দের জ্যাকেট,সোয়েটার কোট,ছোট্ট মণিদের হরেক রকম শীতের কাপড় পাওয়া যায় এবং দাম তুলনামূলক একটু কম।
আসকনদর আলাী জানান,গরীব বলেই আজ হকার মার্কেটে এসেছি।বাচ্চাদের শীতের পোষাক কিনেছে।তবে অন্য বছরের তুলনায় দাম বেশী হাঁকাচ্ছে বিক্রেতারা। তবে দাম কষাকষি ছাড়া পছন্দের পোষাক ক্রেতাদের কেনা সম্ভব হয়না।সব পোষাকের দাম একটু বেশী চাওয়া হয়।যাতে বিক্রেতারা তাদের লাভ একটু পুষিয়ে নিতে পারেন।