বালাগঞ্জ উপজেলা এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
রাজিব আহমেদ রাজিন
ফ্রান্সে বসবাসরত বালাগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত বালাগঞ্জ উপজেলা এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বালাগঞ্জের ৬টি ইউনিয়ের শতাধিক অসহায় মানুষের মধ্যে একটি করে (শীতবস্ত্র) কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আল মাসুদ সেলিমের সভাপতিত্বে ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।
এছাড়াও বক্তব্য রাখেন প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ সমিতির সদস্য যুক্তরাজ্য প্রবাসী, শেখ শামীম আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.হ ইমন শাহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমদ, শেখ গৌছ মিয়া, শেখ ময়নুল ইসলাম, আপ্তাব মিয়া, আবুল মিয়া, শাহিন আহমদ সেলিম প্রমুখ।
উল্লেখ্য শীতবস্ত্র বিতরণের অর্থায়ন করেন, বালাগঞ্জ উপজেলা এসোসিয়েশন ফ্রান্সের উপদেষ্টা মির্জা আবুল বাশার, সভাপতি মো. জিতু মিয়া, সিনিয়র সহ-সভাপতি শেখ আসাদ আহমদ, সাধারণ সম্পাদক শেখ আল মাসুদ সেলিম, সহ-সভাপতি ইলিয়াস আহমদ, আব্দুল হাদিছ ভেলাই, সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমদ, সুহেল আহমদ প্রমুখ।