পিঠা উৎসব বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি: মেয়র
দৈনিকসিলেটডটকম
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন পিঠা উৎসব বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি পৌষের শীতে জমে ওঠে পিঠাপুলির আয়োজন। এ মাস এলেই আমাদের মন যেন নস্টালজিক হয়ে ওঠে। আমারা আমাদের এই সংস্কৃতিকে ধরে রাখতে চাই।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় সিলেট উইমেন্স চেম্বার আয়োজিত ২ দুই দিন ব্যাপী পিঠা উৎসব এর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই পিঠা উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নানা ধরণের পিঠার পরিচয় ঘটবে।
মেয়র সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি স্বর্ণলতা রায়ের ভূয়সী প্রশংসা করে বলেন,
স্বর্ণলতা রায় বেগম রোকেয়ার মতো সিলেটে নারী জাগরণে কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, সস্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালকবৃন্দ এবং মেয়রের পিআরও সাজলু লস্কর।