সুনামগঞ্জে ৩ পিআইসি সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ
সুনামগঞ্জ প্রতিনিধি:
মধ্যনগর উপজেলার গুরমা ও ঘোড়াডোবা হাওরের ফসলরক্ষা বাঁধের তিনটি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা স্বাক্ষরিত এ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ শুক্রবার এই তিন পিআইসির সভাপতির কাছে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গুরমা ও ঘোড়াডোবা হাওরটি সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীন। ঘোড়াডোবা হাওরে সাতটি ও গুরমা হাওরে ১২টি পিআইসি রয়েছে। গেল বছরের ১৯ ডিসেম্বর এ উপজেলায় পিআইসি গঠন শেষ হয় এবং ওই দিনই পিআইসি কমিটিগুলোকে কার্যাদেশ দেওয়া হয়। নীতিমালা অনুয়ায়ী, গত বছরের ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠনসহ প্রকল্প স্থান নির্ধারণ, জরিপ ছাড়াও যাবতীয় কাজ শেষ করার কথা ছিল। অপরদিকে ১৫ ডিসেম্বরের মধ্যে ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা রয়েছে। ১৯ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হলেও গুরমা হাওরে ফসররক্ষা বাঁধের ২৩ নং পিআইসির কাজ চলছিল ধীর গতিতে। ঘোড়াডোবা হাওরের ফসলরক্ষা বাঁধের ৬-৭ নং প্রকল্পে কাজ শুরু হয়নি এমন ঘটনা বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, বাঁধের কাজে ধীরগতি ও গাফিলতির কারণে তিন পিআইসি সভাপতিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আইনানুযায়ী নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে জবাব না দিলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।