চুনারুঘাটে ৪ মাদক ব্যবসায়ী গ্রে প্তা র
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ১৪ কেজি গাঁজা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার (২০জানুয়ারী) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: চুনারুঘাট উপজেলার নলুয়া চাবাগানের গোপেশ মুন্ডার ছেলে দিপেন মুন্ডা (২২), একই উপজেলার খেতামারা এলাকার মৃত আ: নুরের পুত্র মোঃ আতাউর রহমান সেলিম (৩০)। বাহুবল উপজেলার ইজ্জতপুর বেরাখাল এলাকার মৃত নছর উদ্দিনের পুত্র মোঃ ফরিদ মিয়া (৩২), একই উপজেলার চানপুর এলাকার মৃত ওয়াছ উল্ল্যার পুত্র আঃ মালেক (৪০)।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, শুক্রবার রাতে এসআই দেলোয়ার হোসেন ও এএসআই সুবীর সহ একদল পুলিশ ১০ কেজি গাঁজাসহ আমু চা বাগানের চন্ডী থেকে দুজন এবং এসআই খোরশেদ আলম সহ একদল পুলিশ ৪ কেজি গাঁজাসহ দুজন সহ ৪ জনকে গ্রেপ্তার করেন। এঘটনায় চুনারুঘাট থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত আছে বলেও ওসি হিল্লোল রায় জানান।