মোবাইল কোর্টে মাটি কাটার অভিযান
এম এম রুহেল
সিলেটের জৈন্তাপুর উপজেলায় শনিবার উপজেলার নিজপাট ইউনিয়নের ফসলি জমির উর্বর মাটি কেটার খবর পেয়ে নিয়মিত অভিযানে যান জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ফাতেমাতুজ জাহরা সানিয়া।তিনি সরজমিনে গিয়ে মাটি কাটার অপরাধে এক্সভেটর গাড়ির ব্যাটারী জব্ধ করেন।
তাতেই বিপত্তি ঘটে অপরাধী চক্রের। তারা সহকারী কমিশনারের গাড়ি তামাবিল মহাসড়কে অবরোদ্ধ করে ছিনিয়ে নেন গাড়ির ব্যাটারী।প্রায় ১ ঘন্টা অবরোদ্ধ থাকার পর জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহায়তায় বিষয়টি মধ্যস্ততা করেন সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তুফায়েল।
সহকারী কর্মকর্তা ভুমি বলেন মাটি কাটার অপরাধে নিয়মিত মামলা ও জরিমানা ও মুচলেকা দিতে হবে এবং প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।